ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতি রতন টাটা মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। টাটা সন্সের ইমেরিটাস চেয়ারম্যান রতন টানা শুধু ব্যবসার জগতে তার অনন্য অবদানের জন্যই নয়, একজন জনকল্যাণকর ব্যবসায়ী হিসেবেও সুপরিচিত ছিলেন।
চলুন ১০ তথ্যে জেনে নেওয়া যাক ব্রিটেনের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে সম্মানসূচক ‘নাইট’ উপাধি পাওয়া রতন টাটাকে–
১. রতন নবল টাটা ছিলেন জামশেদজি টাটার প্রপৌত্র, যিনি ছিলেন টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা। ১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর মুম্বাইয়ে নবল টাটা ও সুনি টাটা দম্পতির সংসারে জন্ম রতন টাটার।
২. ১৯৪৮ সালে বাবা-মায়ের বিচ্ছেদের পর দাদী নবজবাই টাটা তাকে লালন-পালন করেন।
৩. চারবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কাছাকাছি গেলেও শেষ পর্যন্ত অবিবাহিতই ছিলেন রতন টাটা।
৪. তিনি একবার স্বীকার করেছিলেন যে, যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে কাজ করার সময় তিনি প্রেমে পড়েছিলেন। সেটা ১৯৬২ সালের কথা। কিন্তু সেই সময়ে ভারত ও চীনের মধ্যে যুদ্ধ চলমান থাকায় মেয়েটিকে ভারতে আসতে দিতে রাজি হয়নি তার বাবা-মা।
৫. রতন টাটার কর্মজীবন শুরু হয় ১৯৬১ সালে, টাটা স্টিলের শপ ফ্লোরে যোগদানের মধ্য দিয়ে, যে ফ্লোরের কর্মীদের বলা হয় প্রতিষ্ঠানটির মেরুদণ্ড। প্রতিষ্ঠানটির একেবারে মাঠপর্যায়ে কাজের এই অভিজ্ঞতা পরবর্তী সময়ে গ্রুপে তার নেতৃত্বের ভিত্তি গড়ে দিয়েছিল।
৬. তিনি ১৯৯১ সালে টাটা গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব পান এবং একশ’ বছরের বেশি আগে তার প্রপিতামহের গড়ে তোলা গ্রুপটি ২০১২ সাল পর্যন্ত তার নেতৃত্বেই পরিচালিত হয়।
৭. ভারতীয় অর্থনীতির উদারীকরণ চলমান থাকাকালে তিনি টাটা গ্রুপ পুনর্গঠন শুরু করেছিলেন। তিনি টাটা ন্যানো ও টাটা ইন্ডিকাসহ জনপ্রিয় গাড়ির ব্যবসার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
৮. তার নেতৃত্ব ২০০৪ সালে টেটলিকে টাটা টি, জাগুয়ার ল্যান্ড রোভারকে টাটা মোটর্স এবং কোরাসকে টাটা স্টিল অধিগ্রহণ করে।
৯. ২০০৯ সালে রতন টাটা বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি মধ্যবিত্তের জন্য সুলভ করার প্রতিশ্রুতি পূরণ করেন। ১ লাখ রুপি দামের টাটা ন্যানো উদ্ভাবন ও সাশ্রয়ী মূল্যের প্রতীক হয়ে ওঠে।
১০. টাটা গ্রুপের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর পর তাকে টাটা সন্স, টাটা ইন্ডাস্ট্রিজ, টাটা মোটর্স, টাটা স্টিল ও টাটা কেমিকেলের ইমেরিটাস চেয়ারম্যান উপাধি দেওয়া হয়।
তথ্যসূত্র : এনডিটিভি