সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধসহ দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকালে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামে এই সংঘর্ষ হয়।
সংঘর্ষে গুলিববিদ্ধদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুলঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ একরার হোসেন জানান, রাড়ইল গ্রামের আনু মিয়া চৌধুরী ও নানু মিয়া চৌধুরীর সঙ্গে একই গ্রামের জসীম উদ্দিন চৌধুরী ও সুমন চৌধুরীর লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন।
এরই জের ধরে মঙ্গলবার সকালে আনু চৌধুরীর দায়ের করা একটি মামলার তদন্ত করতে রাড়ইল গ্রামে আসে দিরাই থানা পুলিশ। তদন্ত শেষে পুলিশ গ্রাম থেকে চলে যাওয়ার পরই দু’পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
বিকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিবিদ্ধদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক প্রশান্ত দাস জানান, দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ অবস্থায় ১০ জন হাসপাতালে এলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সংঘর্ষে ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও জড়িতদের বিরুদ্ধে অভিযান চলছে বলে জানান দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।