Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫
Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫
জাতীয় বয়সভিত্তিক সাঁতার

ঘূর্ণিঝড় রেমালের মধ্যে সাঁতারে এক দিনে ১০ রেকর্ড

বয়সভিত্তিক সাঁতারের ৮টি ইভেন্টে অংশ নিয়ে ৭টিতে সোনা ও ১টিতে রুপা জিতেছেন তোফায়েল। ছবি: সকাল সন্ধ্যা।
বয়সভিত্তিক সাঁতারের ৮টি ইভেন্টে অংশ নিয়ে ৭টিতে সোনা ও ১টিতে রুপা জিতেছেন তোফায়েল। ছবি: সকাল সন্ধ্যা।
[publishpress_authors_box]

প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সারা দিনই ভারী বৃষ্টিপাত হয়েছে রাজধানীতে। কিন্তু এই বৃষ্টি ও ঝড়ো হাওয়ার মধ্যেই অনুষ্ঠিত হয়েছে সাইফপাওয়ারটেক ৩৬তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার। প্রাকৃতিক দুযোগ ও বৈরি আবহাওয়াতেও বিঘ্ন ঘটেনি বয়সভিত্তিক এই প্রতিযোগিতার আয়োজন।

জাতীয় সাঁতারের তৃতীয় দিনে ২৮টি ইভেন্ট হয়েছে। এর মধ্যে ১০টি ইভেন্টে হয়েছে নতুন জাতীয় রেকর্ড।

প্রথম দুই দিনে সাঁতারে হয়েছে ৬টি রেকর্ড। তৃতীয় দিনে হয়েছে ১০টি রেকর্ড। সব মিলিয়ে এ পর্যন্ত হয়েছে ১৬টি রেকর্ড।

সোমবার মেয়েদের ১৩-১৪ বছর বিভাগে ২০০ মিঃ ব্যাক ষ্ট্রোকে রেকর্ড গড়েন বিকেএসপির ফাতিহা মাহতাব মাইশা। তিনি সময় নেন ০২:৫১.৬৪ সেকেন্ড। ছেলেদের ১৮-২০ বছর বিভাগে ১০০ মিটার বাটার ফ্লাইয়ে রেকর্ড গড়েছেন বিকেএসপির মোঃ তোফায়েল। তিনি সময় নেন ০০:৫৮.৭৮ সেকেন্ড।

এরপর ২০০ মিটার বাটার ফ্লাইয়ে (১৫-১৭ বৎসর বালিকা) বিকেএসপির পলি খাতুন রেকর্ড করেন। তিনি সময় নেন ০২:৫৫.২১ সেকেন্ড। এরপর ২০০ মিটার ইন্ডিভিজুয়াল মিডলতে (১১-১২ বৎসর বালক) বিকেএসপির মোহাম্মদদ তৌফিক রেকর্ড গড়েন। তিনি সময় নেন ০২:৩৭.৫১ সেকেন্ড।

এরপর ১০০ মিটার ফ্রি ষ্টাইলে (১৮-২০ বৎসর যুবতী) বিভাগে বিকেএসপির মোছাঃ এ্যানি আক্তার রেকর্ড গড়েন। তিনি সময় নেন ০১:০৮.৬৩ সেকেন্ড।

৫০ মিটার ফ্রি ষ্টাইলে (১৫-১৭ বৎসর বালক) রেকর্ড গড়েছেন বিকেএসপির মনির খান তন্ময়। তিনি সময় নেন ০০:২৫.৪৫ সেকেন্ড। ৫০ মিটার ফ্রি ষ্টাইল (১৫-১৭ বৎসর বালিকা) ইভেন্টে বিকেএসপির পলি খাতুন রেকর্ড গড়েছেন। তিনি সময় নিয়েছেন ০০:২৯.৮৪ সেকেন্ড।

মেয়েদের ১৩-১৪ বছর বিভাগে ২০০ মিঃ ব্যাক ষ্ট্রোকে রেকর্ড গড়েন বিকেএসপির ফাতিহা মাহতাব মাইশা। ছবি: সংগৃহীত।

৪০০ মিটার ফ্রি ষ্টাইলে (১৩-১৪ বৎসর বালিকা) নতুন রেকর্ড গড়েছেন বিকেএসপির মাইশা আক্তার মীম। তিনি সময় নেন ০৫:২৮.৬৯ সেকেন্ড।

৪০০ মিটার ফ্রি স্টাইলে (১৮-২০ বৎসর যুবতী) বিভাগে নতুন রেকর্ড গড়েছেন মোছা এ্যানি আক্তার। বিকেএসপির সাঁতারু সময় নেন ০৫:১৯.০৬ সেকেন্ড। এরপর ৫০ মিঃ ফ্রি ষ্টাইলের ১১-১২ বৎসর বালক বিভাগে রেকর্ড গড়েন বিকেএসপির মোঃ তৌফিক। তিনি সময় নেন ০০:২৮.০৫ সেকেন্ড।

বিকেএসপির সাঁতারু তোফায়েল সেরা সাতারুর দৌড়ে এগিয়ে আছেন এবার।  বিকেএসপির দ্বাদশ শ্রেনীর ছাত্র প্রথমবার বয়সভিত্তিক সাঁতারে অংশ নেন ২০১৪ সালে। কিন্তু এর আগে কখনও সেরা সাঁতারু হননি। কিন্তু এর আগে ৯টা সোনা জিতেছিলেন। যদিও তার চেয়ে ভালো করায় অন্য কেউ সেরা হয়েছিলেন।

 এবার তোফায়েলের স্বপ্ন সেরা সাঁতারু হওয়ার। এরই মধ্যে তৃতীয় দিন পর্যন্ত ৮টি ইভেন্টে অংশ নিয়ে ৭টিতে সোনা ও ১টিতে রুপা জিতেছেন তোফায়েল। মিরপুর সুইমিং পুলে সাঁতার শেষে বলছিলেন,  “ এবার আশা আছে সেরা সাঁতারু হওয়ার।” শেষ দিনে আরও ২টি ইভেন্টে অংশ নেবেন তোফায়েল।  

তিনি আরও জানান, “বিকেএসপির সুযোগ সুবিধা ভালো। টাইমিং নিয়েও আমি সন্তুষ্ট। তবে এবার একটা ইভেন্টে আরও ভালো করা উচিত ছিল। সব মিলিয়ে রেকর্ড এসেছে কয়েকটা ইভেন্টে এতেই খুশি।” তোফায়েলের প্রিয় ইভেন্ট ১০০ মিটার বাটারফ্লাই।

এর আগে থাইল্যান্ডে ফিনা চ্যাম্পিয়নশিপ ও দিল্লিতে বিমসটেক জুনিয়র ওয়াটার স্পোর্টস চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন তোফায়েল।

তৃতীয় দিন পর্যন্ত বিকেএসপি ৬৮টি সোনা, ৪৪টি রুপা  ও ১৪টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় শীর্ষে রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত