আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা ও চট্টগ্রামে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর মধ্যে রাজধানী ঢাকার শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় চার প্লাটুন এবং চট্টগ্রাম মহানগরীতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। অপরদিকে, চট্টগ্রাম মহানগরীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।”
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গতকাল সোমবার আটক করা নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে ঢাকা ও চট্টগ্রামে বিজিবি মোতায়েনের এ খবর এলো।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় মঙ্গলবার তাকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়। এসময় তার শত শত ভক্ত-অনুসারী সেখানে বিক্ষোভ দেখায়। তাদের শান্ত থাকার আহ্বান জানান চিন্ময়। শুনানি শেষে দুপুর সোয়া ১২টার দিকে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
তখন তাকে প্রিজন ভ্যানে নিয়ে রওনা হয় পুলিশ। তাবে তার সমর্থকরা বিকাল ৩টা পর্যন্ত প্রিজন ভ্যান আটকে রাখে। র্যাব-পুলিশ সদস্যরা এসময় লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়।
ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে সোমবার বিকালে শাহজালাল বিমানবন্দর থেকে চিন্ময়কে আটক করে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড়ে বিক্ষোভ সমাবেশ করে সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকার শাহবাগ মোড়েও অবস্থান নেয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। সেখানে তাদের ওপর হামলার অভিযোগও ওঠে।