আগামী সোমবার বঙ্গবন্ধু পুত্র ও আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামালের জন্মদিন। আর এই দিনে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার তুলে দেওয়া হবে পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় ও সংগঠকদের হাতে। পুরস্কার হিসেবে থাকবে এক লাখ টাকা ও ক্রেস্ট ও সম্মাননা পত্র। এই পুরস্কার সবার হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারের শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাচ্ছেন ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দুই প্রতিষ্ঠান।
এর মধ্যে আজীবন সম্মাননা পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা তানভীর মাজহার ইসলাম। খেলোয়াড় হিসেবে পাচ্ছেন শুটার শাকিল আহমেদ, ভারোত্তোলক ফিরোজা পারভীন ও সাঁতারু মাহফিজুর রহমান সাগর। ক্রীড়া সংগঠকের তালিকায় আছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকুল হাবিব ও মাহি উদ্দিন আহমেদ।
উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে এই পুরস্কার পাচ্ছেন ক্রিকেটার তাওহিদ হৃদয় ও অ্যাথলেট জহির রায়হান।
ফেডারেশন হিসেবে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন এবং পৃষ্ঠপোষক বিভাগে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাচ্ছে হামিদ গ্রুপ। ক্রীড়া সাংবাদিক হিসেবে পাচ্ছেন খন্দকার মঞ্জুরুল ইসলাম। ও ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে পাচ্ছেন কল্যাণ কুমার সাহা।
রবিবার সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমদ। সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি ছিলেন না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া সচিব বলেন, ‘তিনি (ক্রীড়ামন্ত্রী) অসুস্থ থাকায় সংবাদ সম্মেলনে আসতে পারেননি।’