Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

হোমওয়ার্ক নিয়ে বিপাকে পড়ে জরুরি সেবায় ফোন স্কুলছাত্রের

জাতীয় জরুরি সেবায় কর্মরত কিম ক্রাউস স্কুলছাত্রের ফোনটি রিসিভ করেছিলেন।
জাতীয় জরুরি সেবায় কর্মরত কিম ক্রাউস স্কুলছাত্রের ফোনটি রিসিভ করেছিলেন।
[publishpress_authors_box]

কেউ কোনও ধরনের দুর্ঘটনা বা বড় ধরনের বিপদের মুখোমুখি হলেই সাধারণত জরুরিভিত্তিতে সেবা পেতে জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করে সাহায্য চায়।

তবে যুক্তরাষ্ট্রের উইসকনসিনে দেখা মিলেছে ভিন্ন ধরনের একটি ঘটনার। সেখানে ১০ বছর বয়সী এক স্কুলছাত্রকে তার অঙ্কের হোমওয়ার্ক নিয়ে বিপাকে পড়ে সাহায্যের জন্য জাতীয় জরুরি সেবার দারস্থ হতে দেখা গেছে।

ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল (ইউপিআই) জানিয়েছে, উইসকনসিনের সোয়ানো কাউন্টি শেরিফ অফিস সম্প্রতি ফেইসবুকে দেওয়া এক পোস্টে ঘটনাটি তুলে ধরে।

ওই পোস্টে জানানো হয়, স্কুলছাত্রটি জরুরি সেবা নম্বরে ফোন করে অঙ্কের হোমওয়ার্ক নিয়ে বিপাকে পড়ার কথা জানায়। সে বলে, তার পরিবারের কেউ অঙ্কে তেমন ভালো নয়, যে কারণে তার সাহায্য প্রয়োজন।

ফোনটি ধরেছিলেন কিম ক্রাউস নামে একজন। তিনি ওই স্কুলছাত্রকে জানান, ৯১১ নম্বর কেবল জরুরি সেবার জন্যই। তবে তার হাতে সময় থাকায় তিনি স্কুলছাত্রটিকে সাহায্য করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। তখন ছেলেটি একটি জটিল ভগ্নাংশের অঙ্ক করে দিতে বলে ক্রাউসকে।

ইউপিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সাহায্য করতে আগ্রহী হলেও স্কুলছাত্রকে অঙ্কের সমাধান দিতে পারেননি কিম ক্রাউস। পরে সমস্যাটি তিনি কাছাকাছি থাকা ডেপুটি শেরিফ চেস ম্যাসনকে জানান।

পরে ম্যাসন সমস্যাটি দেখতে রাজি হন, যদি তিনি দাবি করেন, তিনিও অঙ্কে খুব একটা দক্ষ নন। অবশ্য সমস্যাটি দেখার পর ওই স্কুলছাত্রকে অঙ্কটি করে দিতে সক্ষম হন ম্যাসন।

ফেইসবুক পোস্টটিতে জানানো হয়, এ ঘটনায় ওই স্কুলছাত্র ডেপুটি শেরিফের প্রতি কৃতজ্ঞতা জানান। জবাবে ডেপুটি শেরিফ ম্যাসনও তাকে বলেন, যে তারা সবসময় সাহায্য করতে প্রস্তুত আছেন।

তবে ভবিষ্যতের এ ধরনের সমস্যার জন্য জরুরি সেবায় ফোন না করে তাকে অন্য উপায় খোঁজার কথাও বলেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত