Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

সাভার-আশুলিয়ায় ১১ মামলায় আসামি সাড়ে ৫ হাজার

শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সাভারে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ১৮ জুলাই তোলা ছবি - সকাল সন্ধ্যা
শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে সাভারে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ১৮ জুলাই তোলা ছবি - সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত-সহিংসতার ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় ১১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় প্রায় সাড়ে ৫ হাজার জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

বুধবার রাতে ঢাকা জেলা উত্তরের অতিরিক্তি পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী এ তথ্য জানান।

তিনি বলেন, সাভার ও আশুলিয়া থানায় ১১টি মামলা দায়ের হয়েছে। এর মধ‍্যে সাভার মডেল থানায় ৮টি ও আশুলিয়া থানায় ৩টি মামলা দায়ের হয়েছে। গত দুই দিন পুলিশ অভিযান চালিয়ে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সাভারে দফায় দফায় সংঘাত-সংসহিতার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে সাভার উপজেলা প্রাণিসম্পদ অফিস, মার্কেট, হাসপাতাল, ট্রাফিক বক্সসহ কয়েকটি যাত্রীবাহী বাস, পিকআপ ও ট্রাকে আগুন দেওয়া হয়।

দফায় দফায় সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার রাত পর্যন্ত সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার ছাত্র, ব্যবসায়ী, রিকশাচালক, শ্রমিক, পথচারীসহ ৯ জনের মৃত্যু হয়। এছাড়া গুলিবিদ্ধ হয় শতাধিক ব্যক্তি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত