Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

সিলেটে আরও ১২ ট্রাক ভারতীয় চিনি জব্দ

সিলেটে এমন ১২ ট্রাক ভারতীয় চিনি জব্দ করেছে বিজিবি। ছবি : সকাল সন্ধ্যা
সিলেটে এমন ১২ ট্রাক ভারতীয় চিনি জব্দ করেছে বিজিবি। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

সিলেটে আরও ১২ ট্রাক ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার সকাল ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের উত্তরপাশে ঘিলাতৈল গ্রামের রাস্তা থেকে এসব চিনি জব্দ করা হয়।

বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের জৈন্তাপুর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করেন।

বিকালে ১৯ বিজিবির জৈন্তাপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মংশা মারমা জানান, ১২টি ট্রাকে ৮৫৫ বস্তা চোরাই চিনি ছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি কারণ বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাক রেখে পালিয়ে যায় চালক ও চোরাকারবারিরা।

এর আগে শুক্রবার বিকালে সিলেট-তামাবিল মহাসড়কের শাহপরান থানা এলাকার সুরমা বাইপাস এলাকায় পাথরবাহী ট্রাক থামিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এ সময় একটি ট্রাককে থামার সংকেত দিলে সেটি পুলিশকে ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করে।

একপর্যায়ে পু‌লিশ ট্রাকটি থামিয়ে চালক ও সহকারীকে আটক করে। এতে তল্লাশি করে ওপরের দিকে পাথর পাওয়া গেলেও নিচে ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় চি‌নির বস্তা দেখা যায়। সেখান থেকে ২০০ বস্তা ভারতীয় চি‌নি উদ্ধার করে পুলিশ।

গত ৬ জুন সিলেটের জালালাবাদ থানা এলাকা থেকে ১৪ ট্রাক চোরাই চিনি জব্দ করেছিল পুলিশ। একইদিন হাইওয়ে পুলিশ শায়েস্তগঞ্জ থেকে পাঁচ ট্রাক চিনি জব্দ করেছিল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত