Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

মুম্বাইয়ে হঠাৎ ঝড়ে বিলবোর্ড পড়ে নিহত ১৪

বিলবোর্ড
[publishpress_authors_box]

ভারতের মুম্বাই শহরে হঠাৎ ঝড়ে রাস্তার পাশের বিলবোর্ড পড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৭০ জন।

স্থানীয় পুলিশ বলছে, সোমবার ৭০ মিটার লম্বা ও ৫০ মিটার চওড়া বিলবোর্ডটি কয়েকটি ঘর ও একটি পেট্রোল স্টেশনের উপর পড়ে।

শহরের অগ্নি নির্বাপক বাহিনী জানায়, বিলবোর্ডের নিচে এখনও ২০ থেকে ৩০ জন চাপা পড়ে আছেন, এমন আশঙ্কা করছেন তারা। আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।

সোমবার হঠাৎ করেই মুম্বাইয়ে ঝড় ও বৃষ্টি শুরু হয়। এতে শহরের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে।

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিলবোর্ডটির লোহার কাঠামোর কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। কয়েকটি গাড়িও এর নিচে চাপা পড়েছে।

বিলবোর্ডটি যে জমিতে লাগানো ছিল সেটি ছিল মহারাষ্ট্র সরকারের পুলিশ হাউজিং বিভাগের। জমিটি বিভাগের পক্ষ থেকে পুলিশ কল্যাণ করপোরেশনকে লিজ দেওয়া হয়েছিল। আর তাদের কাছ থেকে অনুমতি নিয়ে সেখানে বিলবোর্ডটি লাগিয়েছিল ইগো মিডিয়া নামে একটি সংস্থা।

ঘটনাস্থলে ইগো মিডিয়ার আরও তিনটি বিলবোর্ড রয়েছে। এই ঘটনায় মুম্বাই পুলিশ মিডিয়াটির মালিকসহ জড়িত অন্যদের বিরুদ্ধে মামলা করেছে।

সোমবার সন্ধ্যায় মুম্বাই শহর হঠাৎ করে তীব্র ধূলো ঝড়ের কবলে পড়ে। ঝড়ের তীব্রতায় শহরজুড়ে অন্ধকার নেমে আসে। হতভম্ব মানুষ সোশাল মিডিয়ায় এই অপ্রত্যাশিত ঘটনা শেয়ার করেন।

ঝড়ের তীব্রতায় যানবাহন চলাচল ব্যাহত হয়। স্থানীয় ট্রেন ও বিমানবন্দর পরিষেবা বন্ধ হয়ে যায়। ঝড়ো হাওয়ার কারণে ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (সিএসএমআইএ) কিছুক্ষণের জন্য ফ্লাইট পরিচালনা স্থগিত রাখে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত