সিলেটে অবৈধভাবে আসা ভারতীয় চিনিবোঝাই ১৪টি ট্রাক জব্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে সিলেট সদর উপজেলার উমাইরগাঁও এলাকায় ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে চিনিবোঝাই ট্রাকগুলো জব্দ করা হয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান সকাল সন্ধ্যাকে জানান, অবৈধ চিনিবোঝাই ট্রাকগুলো কোম্পানীগঞ্জ থেকে জালালাবাদের দিকে যাচ্ছিল। পুলিশ ধাওয়া দিলে ১৪টি ট্রাক, একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা।
তিনি জানান, প্রায় ১২৫ টন চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ সকাল সন্ধ্যাকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ভারতীয় চিনিবোঝাই ১৪টি ট্রাক, একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করেছি। জব্দ চিনির অনুমানিক মূল্য ২ কোটি টাকা।”
এই চিনি চোরাচালানে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।