Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

হাতিয়ায় ১৪ গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো মানুষ

জোয়ারের পানিতে হাতিয়ায় প্লাবিত হয়েছে ১৪টি গ্রাম। ছবি : সকাল সন্ধ্যা
জোয়ারের পানিতে হাতিয়ায় প্লাবিত হয়েছে ১৪টি গ্রাম। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নের নয়টি গ্রামসহ ১৪টি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে নিঝুম দ্বীপ ইউনিয়নের প্রধান সড়কগুলোও।

স্থানীয়রা জানিয়েছেন, রবিবার দুপুর থেকে শুরু হওয়া জোয়ারের প্রভাবে হাতিয়ায় নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট উচ্চতায় প্রবাহিত হয়।

এতে নিঝুমদ্বীপ ইউনিয়নের মোল্লা গ্রাম, মুন্সি গ্রাম, আদর্শ গ্রাম, বান্দাখালী গ্রাম, ডুবাইয়ের খাল গ্রাম, ইসলামপুর গ্রাম, আনন্দগুচ্ছ গ্রাম, বাতায়ন গ্রাম, বসুন্ধরা গ্রাম ও ধানসিঁড়ি গ্রাম, পূর্বাচল গ্রাম, হরণী ইউনিয়নের চর ঘাসিয়া, বয়ারচর গ্রাম, নলচিরা ইউনিয়নের তুফানিয়া গ্রাম, তমরদ্দি ইউনিয়নের পশ্চিম তমরদ্দি গ্রাম প্লাবিত হয়।

এসব এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। পানি ঢুকে পড়েছে বাড়িঘরে। পানিবন্দি হয়েছে পড়েছে হাজার হাজার মানুষ।

হাতিয়ায় পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। ছবি : সকাল সন্ধ্যা

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রেমাল রবিবার রাত ৮টার কিছু পরে মোংলার দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে। পরবর্তী পাঁচ থেকে সাত ঘণ্টার মধ্যে পুরো উপকূল অতিক্রম করে যায় ঘূর্ণিঝড়টি।

সোমবার সকালে এটি দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, গভীর নিম্নচাপটি ক্রমাগত বৃষ্টি ঝরিয়ে আরও দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে।

নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফছার মো. দিনাজ উদ্দিন জানান, রবিবার দুপুর থেকে টানা বৃষ্টি ও জোয়ারের পানি ঢুকে নিঝুম দ্বীপ ইউনিয়নের ৯টি গ্রাম প্লাবিত হয়। এতে প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানিতে ভেসে গেছে গবাদিপশুর খাদ্য ও মাছের ঘের। তলিয়ে গেছে শাকসবজিসহ নানা ফসলের জমি।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিষ চাকমা জানান, যাত্রীদের জানমাল ও  নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাতিয়ার সঙ্গে সব চলাচল বন্ধ থাকবে। হাতিয়াতে ২৪২ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উপজেলা প্রসাশনের পক্ষ থেকে সার্বিক বিষয়ে খোঁজখবর রাখা হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত