Beta
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রে স্কুলে ছাত্রের গুলিতে ৪ সহপাঠী-শিক্ষক নিহত

গুলিতে নিহতরা হলেন (বা থেকে) রিচার্ড অ্যাসপিনওয়াল, ক্রিস্টিনা ইরিমি, মেসন শেরমারহর্ন ও ক্রিস্টিয়ান আনগুলো।
গুলিতে নিহতরা হলেন (বা থেকে) রিচার্ড অ্যাসপিনওয়াল, ক্রিস্টিনা ইরিমি, মেসন শেরমারহর্ন ও ক্রিস্টিয়ান আনগুলো।
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের এক স্কুলে নিজের দুই সহপাঠী ও দুই শিক্ষককে গুলি করে হত্যা করেছে ১৪ বছরের এক ছাত্র। তার গুলিতে আহত হয়েছে নয়জন।

বুধবার জর্জিয়ার ওয়াইন্ডার শহরের অ্যাপালাচি হাই স্কুলে শিক্ষাবর্ষের শুরুতে এমন ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েছে গোটা যুক্তরাষ্ট্র।

পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গুলিতে নিহত দুই ছাত্রের নাম মেসন শেরমারহর্ন ও ক্রিস্টিয়ান আনগুলো। তাদের দুজনেরই বয়স ১৪।

আর ছাত্রের গুলিতে নিহত দুই শিক্ষক হলেন রিচার্ড অ্যাসপিনওয়াল (৩৯) ও ক্রিস্টিনা ইরিমি (৫৩)।

জর্জিয়ার ব্যারো কাউন্টির প্রধান আইন প্রয়োগকারী কর্মকর্তা জুড স্মিথ জানিয়েছেন, হাসপাতালে ভর্তি আহত নয়জন সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে।

অঙ্গরাজ্যের তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, গুলি ছুড়ে ১৩ জনকে হতাহত করার পরপরই সন্দেহভাজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এই সন্দেহভাজন গত বছর স্কুলে গুলিবর্ষণের হুমকি দিয়েছিল। এ নিয়ে সে সময় তাকে জিজ্ঞাসাবাদ করে আইনশৃঙ্খলা বাহিনী।             

বুধবার রাত জেগে ওয়াইন্ডার শহরের জাগ ট্যাভার্ন পার্কে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

অ্যাপালাচি হাই স্কুলে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের বিষয়ে জর্জিয়ার তদন্ত সংস্থার পরিচালক ক্রিস হোসি সংবাদ সম্মেলনে বলেন, পুলিশি হেফাজতে থাকা সন্দেহভাজনের নাম কোল্ট গ্রে। তার বয়স ১৪ বছর। একজন প্রাপ্তবয়স্ক হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে এবং তার বিচার হবে।

জর্জিয়ার ব্যারো কাউন্টির প্রধান আইন প্রয়োগকারী কর্মকর্তা জুড স্মিথ বলেন, আধা স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যাকাণ্ড ঘটানোর পর সন্দেহভাজনকে স্কুলটিতে নিযুক্ত পুলিশ কর্মকর্তারা দ্রুত ঘিরে ফেলে। সন্দেহভাজন তখনই মাটিতে বসে পড়ে এবং আত্মসমর্পণ করে।                 

তদন্ত কর্মকর্তাদের ধারণা, নিজের সহপাঠী ও শিক্ষকদের গুলি করার কাজটি ওই ছাত্র একাই করেছে।

তবে সে কেন এমন কাজ করল, তা নিয়ে মুখ খোলেননি কর্মকর্তারা।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত