Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

বিভিন্ন এলাকায় শোক দিবস পালন

ss-cox-15-8-24
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

রাজনৈতিক পট পরিবর্তনের পর অস্থিরতার মধ্যে ১৫ই আগস্টে বড় পরিসরে কোনও আয়োজন করতে পারেনি আওয়ামী লীগ। তবে দেশের বিভিন্ন এলাকা থেকে এদিন স্বল্প পরিসরে শোক পালনের খবর পাওয়া গেছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের হত্যার দিনটিকে শোক দিবস হিসেবে পালন করে আওয়ামী লীগ। দলটি ক্ষমতায় থাকায় গত ১৫ বছর দেশে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়েছে। দিনটিতে সরকারি ছুটিও ছিল এতদিন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শুরু হওয়া গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাতিল করা হয় এদিনের সাধারণ ছুটি। তাছাড়া দিনটিকে ঘিরে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করার ঘোষণা আগেই দিয়েছিল শিক্ষার্থীদের আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।

এরপর এদিন সকালে ঢাকার ধানমণ্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর বাড়ির সামনে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গেলে বাধার মুখে পড়েন অনেকে। একই ধরনের খবর আসে দেশের অন্যান্য প্রান্ত থেকেও। সেসব বাধা পেরিয়ে কয়েক জায়গা থেকে এসেছে শোক পালনের খবর।  

কক্সবাজার

সরকার পরিবর্তনের পর অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও কক্সবাজারের বিভিন্ন জায়গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৫ আগস্টের শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালন করেছে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো। তবে অন্যান্য বছরের তুলনায় এবারের কর্মসূচি ছিল বেশ স্বল্প পরিসরের।

এদিন কক্সবাজার জেলা শহরে কোনও কর্মসূচি পালিত না হলেও টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়াসহ বিভিন্ন উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। কোথাও কোথাও ছিল কাঙ্গালি ভোজের আয়োজনও।

বৃহস্পতিবার সকালে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়ার আয়োজন করা হয়। দুপুরে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সেখানে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশরের সভাপতিত্বে দলীয় নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

একই ধরনের আয়োজন ছিল উখিয়ায়। জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আদিল চৌধুরীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন দলীয় নেতা-কর্মীরা।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, আলোচনা সভার আয়োজন ছিল রামু উপজেলা আওয়ামী লীগেরও। রামু উপজেলা সভাপতি সোহেল সরওয়ার কাজল, সাধারণ সম্পাদক শামসুল আলম মণ্ডল সেখানে উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল, আলোচনা সভার আয়োজন করে চকরিয়ার চিরিঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ। যেখানে সাবেক এমপি জাফর আলমসহ অন্যরা অংশ নেন।

মাদারীপুর

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে মাদারীপুরে শোক দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।

বৃহস্পতিবার সকালে পুরান বাজারের মাদারীপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেখানে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবিএম বজলুর রহমান খান রুমি, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ আরও অনেকে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত