লিবিয়ায় আটকে পড়া ১৫৭ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। এরা সবাই দেশটির মিসরাতা ও তার আশপাশের এলাকায় ছিলেন।
মঙ্গলবার ভোর ৪টা ২৫ মিনিটে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে এই বাংলাদেশিদের ফেরানো হয়। পুরো প্রত্যাবাসনে সহায়তা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানিয়েছে, সকালে দেশে ফেরা নাগরিকদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা।
আইওএমের পক্ষ থেকে এদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় ছয় হাজার টাকা, কিছু খাদ্য সামগ্রী। এছাড়া তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থাও করা হচ্ছে।
এই বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। যাদের অনেকেই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।