Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
Beta
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

ওসমানী বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে ১৬ কেজি সোনা জব্দ

এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ১০৫টি সোনার বার জব্দ করা হয়। ছবি : সকাল সন্ধ্যা
এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ১০৫টি সোনার বার জব্দ করা হয়। ছবি : সকাল সন্ধ্যা
Picture of আঞ্চলিক প্রতিবেদক, সিলেট

আঞ্চলিক প্রতিবেদক, সিলেট

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে প্রায় ১৬ কেজি সোনা উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে হুসেন আহমেদ নামে এক যাত্রীর লাগেজ তল্লাশি করে ১০৫টি সোনার বার জব্দ করা হয়। যার ওপর প্রায় ১৬ কেজি।

ওই যাত্রী সকাল সাড়ে ৮টার দিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী শারজাহ থেকে বাংলাদেশ বিমানের বিজি-২৫২ নম্বর ফ্লাইটে সিলেটে পৌঁছান বলে জানান বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. সাজেদুল করিম।

প্রেস ব্রিফিংয়ে এই কাস্টমস কর্মকর্তা বলেন, সকালে ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছলে সেটির এক যাত্রীর কাছে অবৈধ সোনা আছে বলে তাদের কাছে খবর আসে। সে অনুযায়ী এনএসআই ও শুল্ক গোয়েন্দা সদস্যরা হুসেন আহমেদের লাগেজে তল্লাশি চালায়।

ওই লাগেজ থেকে ১০৫ পিস সোনার বার এবং চারটি গোলাকার টুকরা পাওয়া যায়। এসব স্বর্ণের মোট ওজন ১৫ কেজি ৯৯৪ গ্রাম।

জব্দ হওয়া সোনার দাম এখনও নির্ধারণ করা হয়নি জানিয়ে তিনি বলেন, প্রতি কেজি ১ কোটি ২২ লাখ টাকা হিসেবে ১৫ কেজি ৯৯৪ গ্রাম সোনার দাম দাঁড়ায় অন্তত ১৯ কোটি ৪৪ লাখ ৬৮ হাজার টাকা।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত