Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

ষোড়শ সংশোধনী : রিভিউ শুনানি ১১ জুলাই

ss-highcourt-2024
[publishpress_authors_box]

সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানির জন্য আগামী ১১ জুলাই দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমসহ সাত বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ধার্য করে।

এর মধ্য দিয়ে ছয় বছর ধরে ঝুলে থাকা রিভিউ আবেদনটির ওপর অবশেষে শুনানি শুরু হতে যাচ্ছে।

বৃহস্পতিবার সকালে আপিল বিভাগের তালিকায় ২৭ নম্বরে মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত হয়। পরে রিটকারীপক্ষের আইনজীবী মনজিল মোরসেদ বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করলে আদালত ১১ জুলাই দিন ঠিক করে দেয়।

এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন উপস্থিত ছিলেন।

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিয়ে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী হয়েছিল। পরে এর বৈধতা প্রশ্নে করা রিটের শুনানি নিয়ে ২০১৬ সালের ৫ মে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্ট।

রাষ্ট্রপক্ষ আপিল করলে আপিল বিভাগও হাইকোর্টের রায় বহাল রাখে। এরপর ২০১৭ সালে রায় পুনর্বিবেচনার আবেদন করে রাষ্ট্রপক্ষ। কিন্তু আপিল বিভাগে বিচারক সংকটের কারণে এই সেই শুনানি এতদিনেও হয়নি।

সর্বশেষ চলতি বছরের ১৮ জানুয়ারি রিভিউ শুনানির দিন ধার্য ছিল। এরপর মামলাটি আর আপিল বিভাগের কার্যতালিকায় আসেনি।

তবে সম্প্রতি আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দেওয়া হলে রিভিউ শুনানি নিয়ে আশা জাগে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার আইনজীবী মনজিল মোরসেদ বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করলে আদালত শুনানির দিন ঠিক করে দেয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত