আওয়ামী লীগ ও বৈমষ্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ঢাকাসহ সারাদেশে বিজিবি মোতায়েন করেছে সরকার।
বিজিবি সদর দপ্তরের এক সংক্ষিপ্ত বার্তায় সারাদেশে বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বাসস।
ওই বার্তায় বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
নূর হোসেন দিবস ঘিরে রবিবার বেলা ৩টায় ঢাকার জিরো পয়েন্ট নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে ছাত্র-জনতার আন্দোলনের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ।
তবে দলটিকে এই ধরনের কর্মসূচি পালন করতে দেওয়ার ‘সুযোগ নেই’ বলে শনিবারই জানানো হয় সরকারের পক্ষ থেকে।
অন্যদিকে আওয়ামী লীগের কর্মসূচির পাল্টা হিসেবে রবিবার নূর হোসেন চত্বরে গণজমায়েতের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এমন পরিস্থিতিতে শনিবার রাত থেকেই উত্তেজনা চলছে ঢাকার গুলিস্তানের নূর হোসেন চত্বর ঘিরে। তার মধ্যেই সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েনের খবর এলো।
উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই রবিবার সকালে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। আওয়ামী লীগের কাউকে না দেখা গেলেও ওই এলাকায় অবস্থান নিয়ে মিছিল করছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো।