Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
নারী সাফ চ্যাম্পিয়নশিপ

প্রথমার্ধ শেষে বাংলাদেশ-নেপাল গোলশূন্য

112
[publishpress_authors_box]
কাঠমান্ডু থেকে
কাঠমান্ডু থেকে

স্টেডিয়ামের গ্যালারি উপচে পড়া দর্শকের নেপাল, নেপাল বলে গগণবিদারী চীৎকার। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা নয়। এ যেন সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকো উপভোগ করছেন দর্শকেরা!

নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালের বিপক্ষে যেন দ্বাদশ খেলোয়াড় হিসেবে রয়েছে হাজার পনের দর্শক। ফ্লাড লাইটের আলোতেও মুঠোফোনের আলো জ্বালিয়ে অভূতপূর্ব এক দৃশ্য তৈরি করেছে দর্শকের। এত দর্শকের চাপেও বাংলাদেশ প্রথম অর্ধে খেলেছে দুর্দান্ত ফুটবল।

দুই দলই মূলত অল আউট ফুটবল উপহার দিচ্ছে। পিটার বাটলার ভুটানের বিপক্ষে দলে শুধু একটাই পরিবর্তন আনেন। সাগরিকার জায়গায় শামসুন্নাহার জুনিয়র। বাকি সব একই ছিল দলে।

ম্যাচের প্রথম মিনিটেই বাংলাদেশ এগিয়ে যেতে পারত। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের। ১ম মিনিটে তহুরার শটটা বারের অল্প বাইরে গেল। নেপালের ডিফেন্ডার পূজা রানা মাগার বক্সের মধ্যে শট নিতে গিয়ে মাটিতে পড়ে যান। বল এসে পড়ে তহুরার কাছে। তহুরা জোরালো শট নিলেও ক্রসবারে লেগে ফেরে।

একইভাবে ১১ মিনিটে নেপাল এগিয়ে যেতে পারত। কিন্তু সাবিতা রানা মাগারের শট ক্রসবারে লেগে ফেরে। বাকি সময়ে দুই দল সমান তালেই লড়াই করলেও কোনও গোল পায়নি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত