Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

দাম্পত্য: সুখি থাকতে ‘২-২-২’ ফর্মুলাটি আবার কী!

দাম্পত্য সুখি করার ফর্মুলা '২-২-২'।
[publishpress_authors_box]

‘সবকিছু ভেঙে পড়া’র যুগে দাম্পত্য টিকিয়ে রাখতে এবং সুখি করতেই আবির্ভাব ‘২-২-২’ নিয়মের।

পশ্চিমের অনেক জুটিই নিজেদের ভেতর একঘেঁয়েমি কাটাতে বেছে নিয়েছেন এই ফর্মুলাকে। তবে সব সময় যে এই ফর্মুলা মেনে জীবনকে এবং দাম্পত্যকে যাপন করা যাবে সেটি নয়। কেননা, মানুষের জীবন বীজগণিতের সূত্র অনুযায়ী চলে না। সেখানে উত্থান-পতন থাকে। থাকে অযাচিত অনুপ্রবেশ ও দাম্পত্যের বাইরে প্রিয় সম্পর্কগুলো থাকে। সেসব মানিয়ে নিয়ে তিনটি দুইয়ের এ ফর্মুলা কতটা কার্যকর তা নিয়েও প্রশ্ন থেকেই যায়।

২-২-২’  ফর্মুলা আসলে কী

‘২-২-২’ নিয়মটি প্রথম আলোচনায় আসে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘রেডিট’ এর একটি থ্রেড এর মধ্য দিয়ে। ২০২২ সালে এটি আবার জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে।  

ফর্মুলা অনুযায়ী, প্রতি দুই সপ্তাহে দম্পতিকে একসাথে ডেট নাইটের মতো বিশেষ সময় কাটানো, প্রতি দুই মাসে একটি সংক্ষিপ্ত ভ্রমণ, এবং প্রতি দুই বছরে বড় ছুটি নিয়ে একসঙ্গে সময় কাটানোর পরামর্শ দেয়া হয়েছে।

এর উদ্দেশ্য হলো দম্পতিরা যাতে নিয়মিত সময় কাটিয়ে সম্পর্কের মাধুর্য ধরে রাখতে পারেন।

আরেকটু ভাঙিয়ে বললে এভাবে বলা যায়, যে কোনও মাসের দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহে স্ত্রী বা স্বামী একসঙ্গে হয়তো রেস্তোরাঁ বা পার্কে সময় কাটালেন। দুই মাস পর হয়তো সপ্তাহ শেষের ছুটির সুযোগ নিয়ে ঘুরে আসলেন কোনও জায়গা থেকে। আর প্রতি দুইবছর পর হয়তো সপ্তাহ খানেক বা তার বেশি সময় ছুটি নিয়ে হারিয়ে গেলেন প্রকৃতিতে দীর্ঘ অবকাশে, দেশে কিংবা দেশের বাইরে।  

সমালোচনা চ্যালেঞ্জ

যদিও এই নিয়মটি জনপ্রিয় এবং কার্যকরী, তবে সবার জন্য এটি মানা বাস্তবসম্মত নয় বলে কিছু সমালোচনাও রয়েছে।

একাধিক বিশেষজ্ঞ মনে করেন, নিয়মিত ডেট নাইট বা ভ্রমণ অনেকের জন্য আর্থিকভাবে ব্যয়বহুল হতে পারে এবং সময় বের করাও চ্যালেঞ্জিং। যাদের পরিবারে ছোট বাচ্চা বা বৃদ্ধ রয়েছেন তাদের জন্য এই ধরনের সময়সূচী মেনে চলা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না।

তাছাড়া, কিছু দম্পতি মনে করেন যে সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা আনার জন্য মেকানিক্যাল পদ্ধতি বা নির্দিষ্ট নিয়ম অনুসরণ সম্পর্কের স্বতঃস্ফূর্ততাকে বাধাগ্রস্ত করে। তারা মনে করেন, সম্পর্কের মধুরতা সময়ের প্রেক্ষিতে স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠা উচিত।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত