বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) ছাত্রদের মর্যাদাপূর্ণ অবদান সচরাচর খবরের শিরোনাম হয়।
তবে সম্প্রতি এই বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই ছাত্রের এমন এক কাজ আলোচনার বিষয়বস্তু হয়েছে, যার সঙ্গে জ্ঞানচর্চার কোনও সম্পর্ক নেই, আছে চুরিবিদ্যার সম্পর্ক।
এমআইটির দুই ছাত্র তাদের মেধা কাজে লাগিয়ে মাত্র ১২ সেকেন্ডে আড়াই কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছেন। যুক্তরাষ্ট্রের বিচার দপ্তরের বরাতে বিবিসি বলছে, যে কৌশলে তারা চুরিটি করেছেন, তা আগে দেখা যায়নি।
ছাত্র দুজন হলেন আন্তন পেরাইরে-বুয়েনো ও জেমস পেরাইরে-বুয়েনো। এমআইটির ছাত্র ছাড়াও তাদের আরেক পরিচয় হলো সম্পর্কে তারা ভাই। একজনের বয়স ২৮, অন্যজনের ২৪।
এমআইটির গণিত এবং কম্পিউটার বিজ্ঞান বিভাগে পড়তেন আন্তন ও জেমস।
আড়াই কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি তারা গত বছরের এপ্রিলে চুরি করলেও ধরা পড়েছেন মাত্র কিছুদিন আগে।
এরই মধ্যে দুই ভাইয়ের বিরুদ্ধে ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে প্রতারণা ও অর্থ পাচারের অভিযোগে মামলা হয়েছে।
আন্তন ও জেমসের চুরির বিষয়ে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল লিসা মোনাকো বলেন, “প্রযুক্তিগতভাবে অত্যাধুনিক কৌশলের মাধ্যমে আড়াই কোটি ডলারের ইথেরিয়াম ক্রিপ্টোকারেন্সি চুরির পরিকল্পনা করেন পেরাইরে-বুয়েনো ভ্রাতৃদ্বয়।
“তাদের পরিকল্পনা কয়েক মাসের হলেও চুরি করতে সময় লেগেছে মাত্র কয়েক সেকেন্ড।”
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের সংস্থা ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের এজেন্টরা আড়াই কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনা উদঘাটনে মুখ্য ভূমিকা পালন করেছেন বলে জানান অ্যাটর্নি জেনারেল মোনাকো।
বুধবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের আইনজীবী ডেমিয়েন উইলিয়ামস বলেন, “আড়াই কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরিতে আসামি দুজনের অপকৌশল ব্লকচেইনের নির্ভরযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলেছে।”
প্রসিকিউটররা বলছেন, এই প্রথম এমন ‘অভিনব’ উপায়ে প্রতারণার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে।
দোষী সাব্যস্ত হলে আন্তন ও জেমসের ২০ বছর করে কারাদণ্ড হবে বলে জানান আইনজীবীরা।