Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

সায়মা ওয়াজেদ পুতুলের নামে দুদকের ২ মামলা

সায়মা ওয়াজেদ পুতুল
সায়মা ওয়াজেদ পুতুল
[publishpress_authors_box]

নিয়মের বাইরে গিয়ে প্রভাব খাটিয়ে ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে নিজের প্রতিষ্ঠানের জন্য অর্থ নেওয়ার অভিযোগে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

সায়মা ওয়াজেদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। তিনি এ মুহূর্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে কর্মরত। তার বিরুদ্ধে দুদকের করা নতুন দুটি মামলার অন্যটি হলো এই পদে নিয়োগ সংক্রান্ত।

বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ কমিশনের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক বাদী হয়ে মামলা দুটি করেছেন বলে সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম জানিয়েছেন।

বিধিবহির্ভূতভাবে ও প্রভাব বিস্তারের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের সিএসআর ফান্ড থেকে সূচনা ফাউন্ডেশনের জন্য অর্থ গ্রহণের মামলায় প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারপারসন সায়মা ওয়াজেদের পাশাপাশি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সাবেক চেয়ারম্যান এবং নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকেও আসামি করা হয়েছে।

আরেক মামলায় পুতুলের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে শিক্ষা ম্যানুয়েল তৈরি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাওয়া।

সায়মা ওয়াজেদ পুতুল ও নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলার এহাজারে বলা হয়, তারা পরস্পর যোগসাজশ করে অবৈধভাবে প্রভাব বিস্তারের মাধ্যমে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসভুক্ত ব্যাংকগুলোর সিএসআর ফান্ড থেকে বিধিবহির্ভূতভাবে সূচনা ফাউন্ডেশনে টাকা দিতে চাপ দেন। এর ফলে ২০১৭ সালের মে মাসে ২০টি ব্যাংক বাধ্য হয়ে তাদের সিএসআর খাত থেকে ৩৩ কোটি ৫ লাখ টাকা সূচনা ফাউন্ডেশনকে দেয়।

এই অর্থ কিভাবে এবং কোন খাতে খরচ করা হয়েছে তা জানার জন্য অনুসন্ধানের অংশ হিসেবে সূচনা ফাউন্ডেশনে দুদক থেকে চিঠি পাঠানো হলেও কোনও রেকর্ডপত্র পাওয়া যায়নি। অভিযানে প্রতিষ্ঠানটির অস্তিত্বও পাওয়া যায়নি বলে এজাহারে জানিয়েছে দুদক।

ভুয়া রেকর্ডপত্রের মাধ্যমে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে দুদকের অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে, দাবি দুদকের।

সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ অর্থের এই অপব্যয় এবং আত্মসাতের অভিযোগে আসামিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করেছে দুদক।

আরেক মামলায় সায়মা ওয়াজেদ পুতুল প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। সেই এজাহারে বলা হয়, তিনি এ পদে নিয়োগ পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ২০২৩ সালে সিভি পাঠান।

এতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) শিক্ষকতা/শিক্ষা ম্যানুয়েল তৈরি করে আবেদন এবং পরবর্তীতে আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভ করেন।

এজাহারে আরও বলা হয়, সিভিতে তিনি বিএসএমএমইউ’র শিক্ষকতা/শিক্ষা ম্যানুয়েল রিভিউ সম্পর্কিত কার্যক্রমে অংশগ্রহণ, অটিজম এবং মানসিক সমস্যা সংক্রান্ত কারিগরি বিশেষজ্ঞ হিসেবে কাজ করার কথা উল্লেখ করেন। উক্ত দায়িত্ব পালনের যোগ্যতা উল্লেখ করায় তার সিভি সমৃদ্ধ হয়, যার ফলে আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের পথ সুগম হয়।

কিন্তু দুদকের অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ লাভের জন্য দালিখ করা সিভিতে জালিয়াতির মাধ্যমে মিথ্যা ও ভুয়া যোগ্যতা উল্লেখ করেছেন বলেন প্রমাণ পাওয়া গেছে, আর সে কারণেই দুর্নীতি প্রতিরোধ আইনে এ মামলা করেছে দুদক।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত