Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

হিজবুত তাহরীরের ২ ‘সক্রিয়’ সদস্য গ্রেপ্তার  

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম ও ফরহাদ হোসেন। ছবি : সিটিটিসি
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম ও ফরহাদ হোসেন। ছবি : সিটিটিসি
[publishpress_authors_box]

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের দুই ‘সক্রিয় সদস্য’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার তুরাগ এলাকা থেকে এদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেপ্তার দুজন হলেন – জাহাঙ্গীর আলম (৩৪) ও ফরহাদ হোসেন (২৬)।

শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, গত ১৩ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিম, সদস্য মো, মঈন ও মো. জাকারিয়াসহ অজ্ঞাত পাঁচ থেকে ছয় হাজার মানুষ ঢাকার পল্টন মোড় থেকে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে মিছিল বের করে। মিছিলটি পল্টন থেকে প্রেসক্লাবের দিকে যায়।

মিছিল থেকে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা, কালো আইন বাতিল, নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, “বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে হিজবুত তাহরীরের অধীনে রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই মিছিল ও সমাবেশ করে। পুলিশ সেই মিছিলে বাধা দিলে হিজবুত তাহরীরের সদস্যরা সেটি  উপেক্ষা করে হাইকোর্টের দিকে যেতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হলে তারা দ্রুত পল্টন থানার বায়তুল মোকাররম মসজিদের দিকে গিয়ে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।”

এ ঘটনায় ইমতিয়াজ সেলিম, মো. মঈন ও মো. জাকারিয়াসহ মিছিলে অংশগ্রহণকারী অজ্ঞাতদের বিরুদ্ধে গত ১৪ সেপ্টেম্বর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়।

সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ এর অধীনে হিজবুত তাহরীর বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “মামলার পর সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ডিভিশন মামলাটি তদন্ত করতে গিয়ে ঘটনার আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে। এর ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম ও ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে।”

এর আগে গত ৪ অক্টোবর এই মামলার ২ নম্বর আসামি হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করেছিল সিটিটিসি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত