কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মহাসড়কে বিকল হয়ে পড়া একটি কভার্ড ভ্যান সচল করতে আরেকটি কভার্ড ভ্যানের সহায়তা নেওয়ার সময় চাপা পড়ে প্রাণ গেছে দুই ভাইয়ের।
মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার ছুপুয়া রাস্তার মাথা নামক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– মো. সাগর ও তার ভাই বেলাল হোসেন। এদের মধ্যে সাগর ছিলেন বিকল হয়ে যাওয়া কভার্ড ভ্যানের চালক, আর বেলাল ছিলেন তার হেলপার। তারা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঝিনাইহাট এলাকার বড়গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ লোকমান হোসেন জানান, মহাসড়কের মাঝে ইঞ্জিন বন্ধ হয়ে একটি কভার্ড ভ্যান থেমে যায়। পরে চালক সাগর ও হেলপার বেলাল তাদের কভার্ড ভ্যানটি সচল করতে পেছন থেকে আরেকটি কভার্ড ভ্যানের সহযোগিতা নেন।
তিনি জানান, সাগর ও বেলাল দুই কভার্ড ভ্যানের মাঝে থাকা অবস্থায় সাহায্যকারী কভার্ড ভ্যানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে দুই কভার্ড ভ্যানের মাঝে চাপা পড়ে মারা যান সাগর ও বেলাল।
নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা লোকমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।