Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সৈকতে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ ২

ss-coxbazar-teknaf-beach-241124
[publishpress_authors_box]

কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় নিখোঁজ হয় আরও দুই শিশু।

প্রাণ হারানো নুর কামাল (১০) টেকনাফ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খোনকার পাড়ার সাদ্দাম হোসেনের ছেলে।

রবিবার দুপুর পৌনে ১টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের খোনকারপাড়া পয়েন্ট সাগরে এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

এসময়ে নিখোঁজ হন একই এলাকার কোরবান আলীর ছেলে মোহাম্মদ বাবুল (১০) ও মো. নজির আহমদের ছেলে মনজুরুল ইসলাম (১২)।

স্থানীয়দের বরাতে গিয়াস উদ্দিন বলেন, রবিবার টেকনাফ সদরের বিচ পয়েন্ট সাগরে খেলতে যায় একই এলাকার ১০-১৫ জন শিশু। এক পর্যায়ে তারা সাগরে গোসলে নামে। এসময় স্রোতের টানে তিন শিশু ভেসে যায়।

অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে আরও দুই শিশু।

পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় জেলেরা নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলে জানান ওসি। মৃত শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত