Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
Beta
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

কেএনএফের আরও ২ সদস্য গ্রেপ্তার

সোনালী ব্যাংকের থানচি শাখা
সোনালী ব্যাংকের থানচি শাখা
[publishpress_authors_box]

বান্দরবানের রুমা উপজেলার বেথেলপাড়া থেকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

একই সঙ্গে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে সোনালী ব্যাংকের রুমা শাখার ক্যাশিয়ারও।

এ নিয়ে ব্যাংকে হামলা ও শাখা ব্যবস্থাপককে অপহরণের ঘটনার পর চালানো যৌথ অভিযানে আটজনকে গ্রেপ্তার ও আটক করা হলো।

সোমবার এদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন রুমা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কেএম আরাফাত আমিন।

তিনি বলেন, বেথেলপাড়ায় অভিযান চালিয়ে সাতটি দেশি বন্দুক, ২০টি রাউন্ড গুলি, কেএনএফের পোশাক, ল্যাপটপ, একজোড়া বুট, একটি ছুরিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে কেএনএফের আরও দুই সদস্যকে গ্রেপ্তার এবং সন্দেহভাজন হিসেবে রুমা সোনালী ব্যাংকের ক্যাশিয়ার উথোয়াইচিং মারমাকে আটক করা হয়েছে।

তবে অস্ত্রসহ সর্বশেষ গ্রেপ্তার দুই জনের নাম পরিচয় এখনও জানানো হয়নি।

রুমা-থানচিতে ব্যাংকে হামলা, পুলিশের সঙ্গে গোলাগুলি, ব্যাংক কর্মকর্তাকে অপহরণের ঘটনায় রুমা ও থানচিতে আটটি মামলা হয়েছে। এসব ঘটনায় জড়িতদের ধরতে সেনাবাহিনী-র‌্যাব-পুলিশের সাঁড়াশি অভিযান চলছে রুমা, থানচি, রোয়াংছড়ি ও আলীকদম উপজেলায়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত