Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

উত্তরায় লেকে গোসল করতে নেমে ২ স্কুল শিক্ষার্থীর মৃত্যু 

উত্তরার ১৬ নম্বর সেক্টরের লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
উত্তরার ১৬ নম্বর সেক্টরের লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
[publishpress_authors_box]

ঢাকার উত্তরার একটি লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে উত্তরা ১৬ নম্বর সেক্টরের লেক থেকে লাশদুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তুরাগ থানার ওসি শেখ সাদী।

তিনি জানান, নিহত দুজনই মিরপুরের শহীদ স্মৃতি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। এদের একজনের নাম আশরাফুল ইসলাম, সে বাবা-মায়ের সঙ্গে উত্তরার ১১ নম্বর সেক্টরে বসবাস করত। নিহত অন্যজনের নাম এখনও নিশ্চিত করা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা জোন-৩ এর উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, লেকটির ১০ নম্বর ব্রিজের কাছে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের একটি ডুবুরি টিম দ্রুত সেখানে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে দুপুর ২টা ৫৩ মিনিটের দিকে লাশদুটি উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীদের স্বজনদের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, মিরপুরের শহীদ স্মৃতি স্কুলের নবম শ্রেণির মোট পাঁচ শিক্ষার্থী লেকে গোসল করতে নেমেছিল বলে জানা গেছে। যার মধ্যে দুজন বেশি দূরে গিয়ে অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তা দেখে এক নারী চিৎকার করে ওঠেন। বাকিরা তাদের উদ্ধারের চেষ্টা করলেও পারেনি। তখন ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেওয়া হয়।

লাশ দুটি তুরাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে জানিয়ে ওসি বলেছেন, ময়নাতদন্তের জন্য লাশ দুটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত