চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের একটি কয়লা বিদ্যুৎকেন্দ্রে চুরি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন দুই নিরাপত্তাকর্মী।
রবিবার রাত পৌনে ৩টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন চট্টগ্রামের ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।
নিহতরা হলেন– বিদ্যুৎকেন্দ্রের অ্যাসিস্টেন্ট সিকিউরিটি ইনচার্জ সারওয়ার হোসাইন শেখ (৫১) ও সিকিউরিটি গার্ড রাশেদ জোয়ার্দ্দার (২২)। সারওয়ার সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার, তার বাড়ি ফরিদপুর জেলায়। রাশেদের বাড়ি রাজবাড়ি জেলায়।
প্রাথমিক তদন্তের বরাতে ভারপ্রাপ্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, রবিবার রাত পৌনে ৩টার দিকে দুজন লোক চুরির উদ্দেশে বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করে। নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দিলে তারা দুজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহতদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে শনিবার মাতারবাড়ী কয়লাবিদ্যুতকেন্দ্রের ১৫ কোটি তামার তার চুরির ঘটনায় চারজনকে আটক করা হয়। এরপর রবিবার ঢাকার শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক হন কোল পাওয়ার জেনারেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ।
এসব ঘটনার রেষ না কাটতেই রবিবার গভীর রাতে বাঁশখালীর বিদ্যুতকেন্দ্রে চুরি ঠেকাতে গিয়ে দুই নিরাপত্তাকর্মীর প্রাণ গেল।