Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

বাসাবোতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

ঢাকার বাসাবোতে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় রশির ছিঁড়ে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে একজন।

শুক্রবার সকালে বাসাবোর মায়াকানন এলাকার একটি ১১ তলা ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসাইন।

নিহতরা হলেন—আলতাফ হোসেন (৪০) ও অন্তর (২৫)।

এ ঘটনায় আহত আরেক শ্রমিক মফিজুল ইসলাম (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। নিহত দুজনের লাশ ঢামেকের মর্গে রয়েছে বলেও জানান তিনি।

সবুজবাগ থানার এসআই রবীন্দ্র নাথ সরকার জানান, বাসাবোর মায়াকানন এলাকায় ১১ তলা একটি ভবনের উপরের তলা থেকে ঝুলানো মাচায় কাজ করছিলেন কয়েকজন শ্রমিক।

সকাল পৌনে ৯টার দিকে মাচার রশি ছিঁড়ে নিচে পড়ে যান তিন শ্রমিক। গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলতাফ ও অন্তরকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত