Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

আরাকান আর্মির হেফাজত থেকে ফিরল ২ কিশোর

2 youth returned from myanmar
[publishpress_authors_box]

প্রায় সোয়া দুই মাস মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হেফাজতে থাকা দুই বাংলাদেশি কিশোরকে দেশে ফেরত আনতে সক্ষম হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই মধ্যে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।        

শুক্রবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ঘুমধুম সীমান্তে মিয়ানমার-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেতু দিয়ে বিজিবির কাছে ওই দুই কিশোরকে হস্তান্তর করে আরাকান আর্মি।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারে বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী।

মিয়ানমার থেকে ফেরত আসা কিশোররা হলো টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম ফুলের ডেইল এলাকার জাফর আলমের ছেলে মো. ছাবের (১৪) ও মো. মনজুরের ছেলে মো. আব্দুর রহমান (১২)।

লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী জানান, গত ১৩ আগস্ট নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের ডুবাচর দ্বীপের দিকে চলে গেলে ছাবের ও আব্দুর রহমানকে আটক করে আরাকান আর্মি।

পরে কিশোর দুজনের পরিবারের কাছ থেকে ঘটনাটি জানতে পেরে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে বিজিবি। এরপর শুক্রবার তাদের বাংলাদেশে ফেরত আনা হয়। দুই কিশোর এখন তাদের পরিবারের সঙ্গে আছে।


আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত