কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, সহিংসতা ও নাশকতার ঘটনায় মামলা হয়েছে ২০৭টি। এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২ হাজার ৫৩৬ জনকে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি শনিবার বলেন, “এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় ২০৭টি মামলা হয়েছে। এসব মামলায় ২ হাজার ৫৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”
গ্রেপ্তার অভিযানের বিষয়ে তিনি বলেন, “সহিংসতা ও নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ভিডিও বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে।”
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জুলাইয়ের শুরুতে রাজপথে আন্দোলন শুরু হলেও তা সংঘাতে গড়ায় ১৫ জুলাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীরা আক্রান্ত হওয়ার পর। এরপর সংঘাত ছড়াতে থাকে, ঘটে নাশকতার ঘটনা।
১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সর্বাত্মক অবরোধ ডেকেছিল; তারপর সহিংসতা সারাদেশে ছড়ায় ব্যাপক মাত্রায়। তাতে পাঁচ দিনে সারাদেশে দুই শতাধিক মানুষ নিহত হয়।
পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করে সরকার।
ঘটনা পরবর্তী বিভিন্ন দিক বিবেচনায় ঢাকায় এ পর্যন্ত দুই শতাধিক মামলা হয়েছে। আরও মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান পুলিশ কর্মকর্তারা। শনিবার পর্যন্ত আড়াই হাজারের অধিক আসামিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ডিএমপি।