Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় হাই কোর্টের রায়ে সব আসামি খালাস

২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়।
২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়।
[publishpress_authors_box]

বিশ বছর আগে ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় ৪৯ জনকে দণ্ড দিয়ে দেওয়া বিচারিক আদালতের রায় অবৈধ ঘোষণা করেছে  হাই কোর্ট।

আপিলের রায়ে রবিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাই কোর্ট বেঞ্চ সব আসামিকে খালাস দিয়েছে।

এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি-জামায়াত জোট সরকার আমলের প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তৎকালীন উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ দণ্ডিত অন্যরা এই মামলার দায় থেকে মুক্ত হলেন।

গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনোকে হত্যাচেষ্টার এই মামলায় তারেক রহমানের সাজা ছিল যাবজ্জীবন কারাদণ্ড। বাবর ও পিন্টুর মৃত্যুদণ্ডাদেশ ছিল।

দণ্ডিত অন্যদের বেশিরভাগ ছিল জঙ্গি। বাকিদের মধ্যে পুলিশ ও সেনা কর্মকর্তারাও ছিলেন।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলটির তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ নেতা-কর্মী নিহত হন। শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও শ্রবণশক্তি নষ্ট হয়েছিল সেই হামলায়।

বিএনপি-জামায়াত জোট সরকার আমলে প্রশ্নবিদ্ধ তদন্ত পেরিয়ে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে শুরু হয়েছিল আলোচিত এই ঘটনার বিচার।

আওয়ামী লীগ সরকার আমলে অধিকতর তদন্তের পর ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল দিয়েছিল রায়। তার ছয় বছর পর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এল হাই কোর্টের রায়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত