Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

২৫ বছরের হারিয়ে যাওয়া খেলা শৈলকুপায়

হারিয়ে যাওয়া গাদন খেলা চলছে শৈলকুপার হাবিবপুর গ্রামে। ছবি: সংগৃহীত।
হারিয়ে যাওয়া গাদন খেলা চলছে শৈলকুপার হাবিবপুর গ্রামে। ছবি: সংগৃহীত।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

আবহমান বাংলার গ্রামীণ খেলাগুলোর মধ্যে বেশিরভাগই হারিয়ে যেতে বসেছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় খেলাগুলোর মধ্যে একটি হলো গাদন খেলা। তবে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার জনপ্রিয় এই খেলাটি। কিছু খেলা চোখে পড়লেও হাতে হাতে মুঠোফোনে আসক্ত এই প্রজন্ম সেটাও ভুলতে বসেছে।

তারপরও অনেকেই ধরে রাখার চেষ্টা করছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই গাদনখেলা। এদেরই একজন দয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট লাবাবুল বাসার।

রোমাঞ্চকর একটি খেলা গাদন। হারিয়ে যেতে বসেছে এই খেলা। ছবি: সংগৃহীত।

দয়াল ফাউন্ডেশনের উদ্যোগে শৈলকুপার হাবিবপুর গ্রামে মঙ্গলবার হয়ে গেল গাদন খেলা।

এমন একটি খেলা ফিরিয়ে এনে যেন পুরনো স্মৃতিকে মনে করিয়ে দিলেন বাসার। তিনি বলেন, পঁচিশ বছর আগে সর্বশেষ খেলা হয়েছিল যেখানে, সেখান থেকেই হারিয়ে যাওয়া সংস্কৃতি ফিরিয়ে এনেছে দয়াল ফাউন্ডেশন।

 এই খেলায় চ্যাম্পিয়ন হয়েছে শৈলকুপার সিদ্ধি গ্রাম।

চলছে ঐতিহ্যবাহী গাদন খেলা। সেটা উপভোগ করছে গ্রামের দর্শকেরা। ছবি: সংগৃহীত।

গাদন খেলা বাংলাদেশের অন্যতম একটি গ্রামীণ সংস্কৃতি। আর এই খেলাকে বেশ কিছু মানুষ পেশা ও শখ হিসেবে বেছে নিয়েছিল। খেলার মধ্য দিয়েই মানুষকে আনন্দ দিয়ে মন জাগানোই ছিলো তাদের কাজ।

কিন্তু এখন এই গাদন খেলা প্রায় বিলুপ্তির পথে। তবুও শত প্রতিকূলতার মাঝেও এলাকার অনেকেই গ্রাম বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করার চেষ্টা করছে। দয়াল ফাউন্ডেশন এই দলেরই একটি সংগঠন।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত