Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

সচিবালয়ে গ্রেপ্তার ২৬ জন ছাত্রলীগের : পুলিশ

প্রিজন ভ্যানে নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের, ভেতর থেকে তারা কথা বলার চেষ্টা করছেন। ছবি : হারুন অর রশীদ
প্রিজন ভ্যানে নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের, ভেতর থেকে তারা কথা বলার চেষ্টা করছেন। ছবি : হারুন অর রশীদ
[publishpress_authors_box]

এইচএসসি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করা ৫৪ শিক্ষার্থীকে আটকের পর পুলিশ বলছে এদের মধ্যে ২৬ জন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

এই ২৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতেও পাঠানো হয়েছে।

এর আগে বুধবার পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। নিজেদের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী দাবি করে ওই শিক্ষার্থীরা সদ্য ঘোষিত ফলাফল বাতিলের দাবি তোলেন।

তাদের দাবি, এবারের ‘সাবজেস্ট ম্যাপিং’য়ের মাধ্যমে দেওয়া ফলাফলে বৈষম্য হয়েছে। তাই এই ফল বাতিল চান তারা। গত কয়েকদিন ধরেই এই দাবিতে ঢাকাসহ কয়েকটি শিক্ষাবোর্ড ঘেরাও, ভাঙচুর ও বিক্ষোভ করেছেন কিছু শিক্ষার্থী। কোথাও কোথাও তাদের সঙ্গে দেখা গেছে অভিভাবকদেরও।

শিক্ষার্থীদের আন্দোলনের চাপে এক পর্যায়ে পদত্যাগের আবেদনপত্রও দেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান।

সবশেষ বুধবার সচিবালয়ে যান একদল শিক্ষার্থী। তারা সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে বিক্ষোভ করেন এবং এক পর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে ভেতরে ঢুকে যান।

সেখান থেকে প্রথমে ৫৪ জনকে আটক করে নিযে যায় পুলিশ। শুরুতে তাদের রমনা থানায় নেওয়া হয়। পরে এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয় এবং ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে ২৬ শিক্ষার্থীকে গ্রেপ্তার করার কথা বলা হয়েছে। একই সঙ্গে তাদেরকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলেও দাবি পুলিশে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ২৬ জন জানিয়েছে তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত।”

সচিবালয়ের ভেতরে ফটোসাংবাদিকরা প্রবেশ করতে না পারলেও গেইটের ফাঁক দিয়ে শিক্ষার্থীদের ছবি তোলার চেষ্টা করেন তারা। একটি ছবিতে আহত এক শিক্ষার্থীকে আরেকজনের শরীরে হেলান দিয়ে থাকতে দেখা যায়।

গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীরা হলেন-মো. জহিরুল ইসলাম (২০), মো. ফয়সাল হাসান (২১), মো. রায়হান হোসেন (২১), মো. রুবেল আহম্মেদ (১৮), মো. রিয়াদ মাহমুদ (২১), মো. মেজবাউল রহমান মিল্লাদ (১৮), মো. মেহেদী হাসান (১৮), মো. সোয়ান (২১), মো. ইমরান হোসেন আরমান (১৮), মো. মেহেদী হাসান অন্তর (১৯), মো. সাগর (১৮), মো. রোহান (১৮), মো. শাহারিয়ার হোসেন সোয়াদ (১৮), মো. আহাদ মোল্লা (২২), মো. সোহান (১৮), মো. মাসনুন (১৮), মো. নাঈম (১৮), মো. ইমাম হাসান (১৮), মো. শাকিল (১৮), মো. সেলিম (১৮), মো. সাকলাইন মুস্তাক (১৮), মো. হানজালাল (২২), মো. মশিউর রহমান (১৮), মো. প্রান্তিক (১৮), মো. তাছিম রহমান (১৮) ও মো. রবিন মিয়া (১৮)।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে গ্রেপ্তার ২৬ জনসহ অজ্ঞাত আরও ৬০/৭০ জন উচ্ছৃঙ্খল যুবক জোর করে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করে। তারা সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় জোর করে প্রবেশ করে নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা চালায়।

তারা পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি কাজে বাধার সৃষ্টি করে এবং সরকারি স্থাপনা ভাঙচুর করে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধন করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও সচিবালয়ে নিরাপত্তার স্বার্থে পুলিশ ঘটনাস্থল থেকে ৫৪ জনকে আটক করে। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ২৮ জনকে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।

বেআইনি সমাবেশের মাধ্যমে, বেআইনি জনতা দলবদ্ধ হয়ে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করে দাঙ্গা সৃষ্টি করায়, সরকারি কাজে বাধা দেওয়াসহ আঘাত করায়, সরকারি স্থাপনা ভাঙচুর করায় এবং ভয়-ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ২৬ জনসহ অজ্ঞাত আরও ৬০/৭০ জনের বিরুদ্ধে রাজধানীর শাহাবাগ থানায় একটি মামলা করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত