Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫

ডেঙ্গু : হাসপাতালে ভর্তি ২৬ হাজার ছাড়াল

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি  রোগী। ফাইল ছবি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী। ফাইল ছবি
[publishpress_authors_box]

দেশে গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৮৫৪ জন। এ নিয়ে চলতি বছর রোগী ভর্তির সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে।

আর মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৩৮ জনের।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

অধিদপ্তরের তথ্যমতে, হাসপাতালে ভর্তি হওয়া ৮৫৪ জনের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২০৩ জন, দক্ষিণ সিটিতে ১৫২ জন, দুই সিটি ছাড়া ঢাকা বিভাগে ২১০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ময়মনসিংহে ৩৫ জন, খুলনায় ৬৪ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ১০ জন আর বরিশাল বিভাগে ভর্তি হয়েছে ৫৫ জন।

ময়মনসিংহে ৩৫ জন, চট্টগ্রামে ৯৮ জন, খুলনায় ৬৪ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ১০ জন ও বরিশালে ৫৫ জন রোগী ভর্তি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই ঢাকা বিভাগের।

চলতি বছর কেবল সরকারি হিসাবেই রোগীর সংখ্যা ২৬ হাজার ৫৫৫ জন।  

অধিদপ্তর জানাচ্ছে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২৩ হাজার ৫০৩ জন।

তবে চলতি বছর মোট রোগীর সংখ্যা এবং মোট মৃত্যুর মধ্যে রোগী ও মৃত্যু দুটোই সর্বোচ্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। ৬ হাজার ৩০২ জন রোগী এবং ৭৭ জনের মৃত্যু হয়েছে দক্ষিণ সিটিতে।

চলতি মাসে এখন পর্যন্ত মৃত্যু হলো ৫৫ জন। এখন পর্যন্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ হাজার ৭১৪ জন, যা আগের মাসের দ্বিগুণেরও বেশি। গত আগস্টে মোট রোগী ছিল ছয় হাজার ৫২১ জন এবং মোট মৃত্যু ছিল ২৭ জনের।

২০০০ সাল থেকে দেশে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু নজরে আসে সরকারের। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি; তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগীর তথ্য পাওয়া যায়। সেইসঙ্গে একই বছর মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত