দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিজয় হয়েছে বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এজন্য বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। সন্ধ্যায় ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক ব্রিফিংয়ে বলেন, “জনগণ তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিয়েছে। এই নির্বাচন গণতান্ত্রিক অগ্রযাত্রা শক্তিশালী করবে।”