Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

সমুদ্রে ভেসে যাওয়ার ২৯ ঘন্টা পর কিশোরের লাশ উদ্ধার

কক্সবাজার সৈকতে উড়ছে লাল পতাকা। ছবি : সকাল সন্ধ্যা
কক্সবাজার সৈকতে উড়ছে লাল পতাকা। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

ঈদের দিন কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে গোসলে নেমে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার হয়েছে।

নিখোঁজের ২৯ ঘন্টা পর মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শহরের সমিতি উপকূলে লাশটি ভেসে আসে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

মৃত কিশোরের নাম মোহাম্মদ তারেক (১৪)। সে ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের শাহ ফকির বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

স্বজনরা জানিয়েছেন, ঈদের সকালে নামাজ শেষে ঈদগাঁও উপজেলার শাহ ফকির বাজার এলাকা থেকে সাত কিশোর সৈকতে বেড়াতে যায়। ঘোরাঘুরির এক পর্যায়ে তারা কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি স্থানে গোসলে নামে। এসময় ভাটার টানে ভেসে যায় তারেক। এসময় অন্য বন্ধুদের চিৎকারে ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত