পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সোমবার সকালে নৌকার প্রার্থী মহিব্বুর রহমান মহিবের ৮ কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে পরাজিত ঈগল প্রতীকের প্রার্থী মাহাবুবুর রহমান তালুকদারের সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ। তিনি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহত একজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা ভর্তি আছে কলাপাড়া হাসপাতালে। প্রতিবেদক, সকাল সন্ধ্যা