চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে নোঙর করা তেলবাহী জাহাজ ‘বাংলার জ্যোতি’তে বিস্ফোরণের পর দিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজন মেরিন ক্যাডেট, বাকি দুজন বাংলাদেশ শিপিং করপোরেশনের ওয়ার্কশপের কর্মী।
নিহতরা হলেন, ডেক ক্যাডেট সৌরভ কুমার সাহা, চার্জম্যান নুরুল ইসলাম ও বিএসসি মেরিন ওয়ার্কশপের কর্মচারী মো. হারুণ।
বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক (প্রযুক্তি) প্রকৌশলী মোহাম্মদ ইউসুফ এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার সোমবার সকাল পৌনে ১১টার দিকে জাহাজটিতে আগুন ধরে। খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত কাজ শুরু করেন। এরপর পৌঁছে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের ৩৭ বছরের পুরোনো বাংলার জ্যোতি জাহাজটি ১০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে ডলফিন জেটিতে ভিড়েছিল। সকালেই তেল খালাস শুরু হয় জাহাজ থেকে। এর পরপরই এতে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের পর বন্দরের প্রবেশপথ বা চ্যানেল দিয়ে অন্যান্য জাহাজ চলাচলে কিছু সময়ের জন্য ব্যাঘাত ঘটে। তবে আগুন নিয়ন্ত্রণে এলে আবার চলাচল স্বাভাবিক হয়।