দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে চার শতাধিক রোগী। এই সময়ে মৃত্যু হয়েছে তিনজনের।
শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত তিন রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪০৩ জন।
এ নিয়ে চলতি মাসের প্রথম সাতদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল দুই হাজার ৩৬৬ জন, আর মৃত্যু হলো ১২ জনের।
হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৩৭ দশমিক পাঁচ শতাংশ নারী অর ৬২ দশমিক পাঁচ শতাংশ পুরুষ।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে সবচেয়ে বেশি; ১৩৫ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। মৃতদের মধ্যে দুজনও এই এলাকার। অন্যজন খুলনা বিভাগের।
স্বাস্থ্য অধিপদপ্তর জানাচ্ছে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ হাজার ২০৭ জন আর এখন পর্যন্ত মৃত্যু হলো মোট ৯৫ জনের।