রংপুরের মিঠাপুকুর উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া এক নারীকে বাঁচাতে গিয়েছিলেন তার ছেলেসহ দুজন। তবে সেপটিক ট্যাংকে নেমে ওই নারীকে তারা বাঁচাতে পারেননি, উল্টো নিজেরাও হারিয়েছেন প্রাণ।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার ১৩ নং শাল্টি গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
নিহতরা হলেন– উদয়পুর গ্রামের বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম, তার ছেলে হুদা মিয়া এবং তাদের প্রতিবেশী তবারক হোসেনের ছেলে ইবলুল মিয়া।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ভোরে কচু শাক তুলতে গিয়ে পা পিছলে সেপটিক ট্যাংকে পড়ে যান দেলোয়ারা বেগম। দেখতে পেয়ে তাকে উদ্ধারে সেপটিক ট্যাংকে নামেন তার ছেলে হুদা মিয়া ও প্রতিবেশী ইবলুল মিয়া। পরে ট্যাংকে জমে থাকা গ্যাসে তিনজনই মারা যান।
খবর পেয়ে মিঠাপুকুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ তিনটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ করা হয়নি। অসাবধানতার কারণে ঘটনাটি ঘটেছে।