হবিগঞ্জের বাহুবল উপজেলায় অঞ্জলি মালাকার ও তার মেয়ে পূজা মালাকার হত্যা মামলায় তিন জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বাহুবল উপজেলার নোয়াঐ গ্রামের মনির মিয়া (২২), একই উপজেলার হাজিমাবাদ গ্রামের আব্দুল হান্নান (৪০) ও সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকার আমির হোসেন (৩৫)।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইয়াছির আরাফাত এ আদেশ দেন।
অতিরিক্ত পিপি মো. হাবিবুর রহমান বলেন, “আসামিদের উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেছে। আমরা চাই, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুত রায় কার্যকর করা হোক।”
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২১ সালের ১৭ মার্চ বাহুবলের পুটিজুরি বাজার এলাকায় এক বাড়িতে ডাকাতির উদ্দেশে প্রবেশ করে আসামিরা। সেসময় তারা মালামাল লুট করার চেষ্টা করে। এতে বাধা দিলে অঞ্জলি মালাকার (৩৫) ও তার মেয়ে পূজা মালাকারকে (৮) হত্যা করে মালামাল নিয়ে পালিয়ে যায় তারা।
ঘটনার পরদিন নিহত অঞ্জলি মালাকারের স্বামী সঞ্জিত চন্দ্র বাহুবল থানায় হত্যা মামলা করেন। পরে বিভিন্ন সময়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।
২০২২ সালের ৩১ আগস্ট ওই ৩ আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা প্রজিত সরকার।