Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

বঙ্গবন্ধু সেতুতে ট্রাকে বাসের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩

বঙ্গবন্ধু সেতুর ১৩ নম্বর পিলারের ওপর দুর্ঘটনা ঘটে। ছবি : বাসস
বঙ্গবন্ধু সেতুর ১৩ নম্বর পিলারের ওপর দুর্ঘটনা ঘটে। ছবি : বাসস
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর ওপর ট্রাকের পেছনে বাসের ধাক্কায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুতে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন বাসযাত্রী।

নিহতরা হলেন– সিরাজগঞ্জ পৌরসভার ধানবান্ধি এলাকার রহিজ উদ্দিন ও তার ছেলে শাহরিয়ার রিপু এবং সদর উপজেলার বনবাড়িয়া এলাকার বাবু শাহার ছেলে চন্দ্র শেখর।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী জানান, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্র্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোর সাড়ে ৫টার দিকে সেতুর ১৩নং পিলারের কাছে এসে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি পাথরবোঝাই ট্রাককে ধাক্কা দেয়।

এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয় জানিয়ে তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

ওসি আরও জানান, আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিকে রেকার দিয়ে সরিয়ে সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। বাসস।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত