Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

দুর্ঘটনাকবলিত বাস। ছবি : বাসস
দুর্ঘটনাকবলিত বাস। ছবি : বাসস
[publishpress_authors_box]

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে উজেলার পৌর এলাকার যদুর মোড় এলাকায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন– দুর্ঘটনাকবলিত বাসের চালক পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার আমজাদ আলীর ছেলে আব্দুল করিম (৩৫) ও ট্রাকের চালক পঞ্চগড় সদর উপজেলার আহমদপুর গ্রামের আনোয়ার হোসেন (৩৮)।

দুর্ঘটনায় বাসের এক নারী যাত্রীও নিহত হয়েছেন, তার পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাসস জানিয়েছে, বেলা ১১টার দিকে হেরিটেজ পরিবহনের একটি বাস ঢাকা থেকে পঞ্চগড় যাচ্ছিল। যদুর মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে বীরগঞ্জ ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়।

তারা আরও জানান, প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর গাড়ির ভেতরে চাপা পড়া অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সাভির্সের সদস্যরা। দুর্ঘটনায় আহত ২০ জন বাসযাত্রীর মধ্যে গুরুতর আহত আটজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস গফুর জানান, দুর্ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত