সিলেট নগরের চামেলীবাগ এলাকায় টিলাধসে কাদামাটির নিচে চাপা পড়া পরিবারটির তিন সদস্যের কেউ বেঁচে নেই। সোমবার দুপুর ১টার দিকে ধসে পড়া মাটি সরিয়ে তাদের লাশ উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা।
ভারি বৃষ্টির কারণে সোমবার সকাল ৬টার দিকে নগরের মেজরটিলা এলাকার চামেলীবাগে টিলাধস হলে ওই এলাকার ২ নম্বর রোডের ৮৯ নম্বর বাসাটি কাদামাটির নিচে চাপা পড়ে।
নিহতরা হলেন– চাপা পড়া বাড়ি বাসিন্দা আগা আব্দুল করিম (৩১) ও তার স্ত্রী জোৎস্না বেগম রুজি (২৮) ও তাদের দুই বছর বয়সী ছেলে তানিম উদ্দিন। আব্দুল করিম ওই এলাকার প্রয়াত আলাউদ্দিনের ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম তিন জনের লাশ উদ্ধারের বিষয়টি সকাল সন্ধ্যাকে নিশ্চিত করেন।
তিনি জানান, ভারি বৃষ্টির কারণে সকাল ৬টার দিকে নগরের মেজরটিলা এলাকার চামেলীবাগে টিলাধসে ২ নম্বর রোডের ৮৯ নম্বর বাড়িটি মাটির নিচে চাপা পড়ে। এ ঘটনায় সকালে চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে দুপুর ১টার দিকে সেনাবাহিনীর সদস্যরা তিনজনের মরদেহ উদ্ধার করে।
এর আগে সকাল ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সাংবাদিকদের বলেন, ভারি বৃষ্টির কারণে টিলাধসে মাটি চাপার ঘটনায় আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে সিটি করপোরেশন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। প্রয়োজনে সেনাবাহিনীকে উদ্ধার তৎপরতায় সম্পৃক্ত করা হবে।
মেয়রের ঘোষণার ঘণ্টাখানেক পর সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতায় যোগ দেন। এরপর দুপুর ১টার দিকে সেনাবাহিনীর সদস্যরা আটকা পড়া তিনজনের মরদেহ উদ্ধার করেন।
সিসিকের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম সকাল সন্ধ্যাকে জানান, সোমবার সকাল ৬টার দিকে ভারি বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনাটি ঘটে। এই বাড়িতে দুটি পরিবার থাকত। ধসে মাটির নিচে দুই পরিবারের সাতজন আটকা পড়েছিল। তাদের মধ্যে এক পরিবারের চার সদস্যকে জীবিত উদ্ধার করা হয়।
তিনি জানান, সকাল ৭টা থেকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়। পরে বেলা ১২টার দিকে সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতায় যোগ দেন।
সিলেট নগরে সোমবার ভোর থেকে ভারি বৃষ্টি শুরু হয়। এতে নগরের উপশহর, সোবহানীঘাট, তেরোরতন, মাছিমপুর, তালতলা, শেখপাড়া ও মেজরটিলা বাজারে জলাবদ্ধতা দেখা দেয়।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, সোমবার সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় সিলেটে ১৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।