চলতি সপ্তাহে দেশের ব্যাংকগুলো থেকে একজন গ্রাহক দৈনিক সর্বোচ্চ তিন লাখ টাকা তুলতে পারবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
শনিবার রাতে বাংলাদেশ ব্যাংক থেকে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এই বার্তা পাঠানো হয়।
বার্তায় বলা হয়েছে, নিরাপত্তার কারণে শাখায় টাকা স্থানান্তর করতে সমস্যা হচ্ছে। এ জন্য এক হিসাব থেকে ৩ লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না৷ চেকের মাধ্যমে লেনদেন তদারকি জোরদার করতে হবে ও সন্দেহজনক লেনদেন বন্ধ করতে হবে।
তবে চেকের মাধ্যমে একজন গ্রাহক ৩ লাখ টাকার বেশি উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করা যাবে।
কেন্দ্রীয় ব্যাংক থেকে এ নির্দেশনা পাওয়ার কথা নিশ্চিত করেছেন কয়েকটি ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সকাল সন্ধ্যাকে বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে একজন গ্রাহক ব্যাংক থেকে নগদ ৩ লাখ টাকার বেশি তুলতে পারবেন বলে নির্দেশনা দেওয়া হয়েছে। রবিবার থেকে পুরো সপ্তাহ এই নির্দেশ অনুসরণ করতে বলা হয়েছে।”
এর আগে গত ৮ আগস্ট একজন গ্রাহকের সর্বোচ্চ ১ লাখ টাকা তোলার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ১১ থেকে ১৫ আগস্ট সপ্তাহে সর্বোচ্চ ২ লাখ টাকা তোলার সুযোগ দেওয়া হয়েছিল।
রবিবার থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে তা বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়েছে।
অবশ্য কোনো ব্যবসায়ী বেতন-ভাতা পরিশোধের জন্য নিরাপত্তা নিশ্চিত করে বেশি টাকা উত্তোলন করতে চাইলে পারবে। আবার প্রবাসীর বড় অংকের টাকা আসলে নিরাপত্তা নিশ্চিত করে তাও তুলতে কোনো সমস্যা নেই।