Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
Beta
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৭ জন

ফাইল ছবি
ফাইল ছবি
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সেপ্টেম্বরে ৩৯ জনের মৃত্যু হলো। আর চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২২ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে তিনজনের মৃত্যুর পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৭ জন, যা চলতি বছরে একদিনে হাসপাতালে রোগী ভর্তির রেকর্ড। এ নিয়ে চলতি বছরে সরকারি হিসাবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলো ২১ হাজার ৯৬৬ জন।

এর আগে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৮৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছিল।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ৮৮৭ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার, ২১২ জন। তবে মারা যাওয়া তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। তাদের মধ্যে দুইজন পুরুষ আর একজন নারী।

স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১২২ জনের মধ্যে ৭০ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত