দিনাজপুরে কোটা আন্দোলনকারী ও আওয়ামী লীগের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৩০ জন। এর মধ্যে ছয় জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুরে কোটা আন্দোলনকারীদের মিছিল পৌর আওয়ামী লীগের অফিসের দিকে গেলে সংঘর্ষ ঘটে।
এর আগে বেলা ১১টা পর্যন্ত জেলায় তেমন কোনও ঘটনা ঘটেনি। এরপর পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকে। কোটা সংস্কার আন্দোলনে কমপ্লিট শাটডাউনের প্রতিবাদে ও জানমালের নিরাপত্তা রক্ষায় তারা অবস্থান কর্মসূচির ডাক দেয়।
অন্যদিকে কোটা আন্দোলনকারীরা দুপুর ১২টার দিকে দিনাজপুর জিলা স্কুলের সামনে জড়ো হয়। সেখান থেকে তারা মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতে থাকে। মিছিলের সামনে স্কুল কলেজের ইউনিফর্ম পরা অল্প বয়সীদের দেখা যায়।
মিছিল যত এগুতে থাকে সামনে লাঠি সোটা হাতে লোকজন যুক্ত হতে থাকে। মিছিলটি হাসপাতাল মোড়, লিলির মোড়, গণেশ তলা হয়ে চারু বাবুর মোড় দিয়ে বাসুনিয়াপট্টি আওয়ামী লীগ অফিসের দিকে এগুতে থাকে। এ সময় শুরু হয় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল ছোঁড়াছুঁড়ি।
প্রতিবেদন লেখা পর্যন্ত অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্য ছয় জনের অবস্থা গুরুতর।
সংবাদ সংগ্রহের সময় আহত হন একাত্তর টিভি ও সকাল সন্ধ্যার প্রতিবেদক খালিদ আরাফাত।