ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১২১ জন, এ সময়ে মৃত্যু হয়েছে চারজনের। তাদের নিয়ে এক সপ্তাহে মশাবাহিত এই রোগে মৃত্যু হলো ৩১ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর শনিবার জানিয়েছে, আগের দিন সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চারজনের। সে হিসেবে এক সপ্তাহে প্রাণ হারিয়েছে ৩১ জন। আর চলতি বছরে মৃত্যু হলো ২৪১ জনের।
২৪ ঘণ্টায় প্রাণ হারানো চারজনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুইজন, এছাড়া একজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আর একজন খুলনা বিভাগের। তাদের বয়স ২৬ থেকে ৬০ বছরের ভেতরে। এই চারজনের মধ্যে দুজন নারী আর দুজন পুরুষ।
অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১২১ জন। তাদের নিয়ে এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হলো ছয় হাজার ৭৭২ জন। আর চলতি বছরে মোট হাসপাতালে ভর্তি রোগী ৪৮ হাজার ৫৮২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মারা যাওয়া ২৪১ জনের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে; ১২৫ জন। মোট রোগীর সংখ্যাও সবচেয়ে বেশি দক্ষিণ সিটিতেই; ১০ হাজার ১২০ জন।
অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের ১৯ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৮ জনের, যেখানে পুরো সেপ্টেম্বরে মৃত্যু হয়েছিল ৮০ জনের। সেটা ছিল চলতি বছরে এক মাসে সর্বোচ্চ মৃতের সংখ্যা। এই ১৯ দিনে রোগী শনাক্ত হয়েছে ১৭ হাজার ৬৪৪ জন, সেপ্টেম্বরে মোট রোগী ছিল ১৮ হাজার ৯৭ জন।