Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৫ জনের

ss-dengue-dhaka-hospital-11112024-01
[publishpress_authors_box]

ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩৪৪ জন গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে পাঁচজনের।

তাদের নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট হাসপাতালে ভর্তি হলো ৯৭ হাজার ৯৪৭ জন আর মৃত্যু হলো ৫৪১ জনের।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, আগের দিন সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ৩৪৪ জনের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের হাসপাতালে ভর্তি হয়েছে ১৫৪ জন, ঢাকা বিভাগে ২৯ জন, ময়মনসিংহে ৭ জন, চট্টগ্রামে ৫১ জন, খুলনায় ৪১ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, রংপুর বিভাগে দুইজন এবং বরিশাল বিভাগে ৪১ জন ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় যে পাঁচজনের মৃত্যু হয়েছে তার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দুইজন আর বাকি তিনজনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, চট্টগ্রাম বিভাগের আর রংপুর বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন একজন করে।

দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ডেঙ্গুতে আক্রান্ত এক হাজার ৮৪০ জন। তাদের মধ্যে রাজধানী ঢাকার দুই সিটি কর্পোরেশনের হাসপাতালে আছেন ৭৩৭ জন আর ঢাকার বাইরের হাসপাতালে আছেন এক হাজার ১০৩ জন।

চলতি বছরে মোট রোগীর মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশনের রোগী সংখ্যা ৩৯ হাজার ১৮৪ জন আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ৫৮ হাজার ৭৬৩ জন।

অধিদপ্তর জানাচ্ছে, ডিসেম্বরের প্রথম ১১ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ছয় হাজার ৪৭৮ জনের, এই সময়ে মৃত্যু হয়েছে ৫৩ জনের। 

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত