টি-টোয়েন্টি ক্রিকেটের রেকর্ডবুকের পাতা আবারও ওলটপালট। দলীয় সংগ্রহে লেখা হলো নতুন বিশ্বরেকর্ড। এবার ২০ ওভারের ম্যাচে রান পৌঁছে গেল ৩৪৯-এ। ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুশতাক আলী ট্রফিকে রানের এই বিশ্বরেকর্ড গড়েছে বারোদা।
টি-টোয়েন্টি ক্রিকেটে রেকর্ড ভাঙা-গড়া খেলা চলছেই। কোনও দল সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড গড়ছে তো কেউ ব্যক্তিগত পারফরম্যান্সে অন্যজনকে ছাড়িয়ে যাচ্ছেন। বারোদা গড়ল সর্বোচ্চ রানের কীর্তি। গত অক্টোবরে জাম্বিয়ার বিপক্ষে ৪ উইকেটে ৩৪৪ রানের বিশ্বরেকর্ড গড়েছিল জিম্বাবুয়ে। আফ্রিকার দেশটির এই রেকর্ড টিকল মোটে দুই মাস। জিম্বাবুয়েকে পেছনে ফেলে সিকিমের বিপক্ষে বারোদা ৫ উইকেটে করেছে ৩৪৯ রান।
বারোদা তাদের ইনিংসে ছক্কা মেরেছে ৩৭টি। এটাও টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড। আগের সর্বোচ্চ ২৭ ছক্কা ছিল জিম্বাবুয়ের, জাম্বিয়ার বিপক্ষে ওই ম্যাচেই গড়েছিল সেটি।
বারোদার বিশ্বরেকর্ড গড়ার সবচেয়ে বড় কারিগর ভানু পানিয়া। এই ব্যাটার ৪২ বলে সেঞ্চুরি পূরণ করে ৫১ বলে খেলেছেন হার না মানা ১৩৪ রানের ইনিংস। ঘরোয়া সাদা বলের ক্রিকেটে এটা তার প্রথম সেঞ্চুরি। পানিয়া তার ইনিংসটি সাজিয়েছেন ৫ বাউন্ডারি ও ১৫ ছক্কায়।
শুরুতেই বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছিলেন দুই ওপেনার শাশ্বত রাওয়াত ও অভিমন্যুসিং রাজপুত। উদ্বোধনী জুটিতে মাত্র ৫.১ ওভারে তারা যোগ করেন ৯২ রান। শাশ্বত ১৬ বলে ৪ বাউন্ডারি ও ৪ ছক্কায় করেন ৪২ রান। অন্যদিকে অভিমন্যুসিংহের ব্যাট থেকে আসে ১৭ বলে ৪ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৫৩ রান।
এরপর পানিয়ার সঙ্গে ব্যাটে ঝড় তুলেছেন শিভালিক শর্মা (১৭ বলে ৫৫) ও বিষ্ণু সোলঙ্কি (১৬ বলে ৫০)। তাদের তাণ্ডবে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়ে বারোদা। তাদের গড়া ৩৪৯ রানের পাহাড় ডিঙাতে গিয়ে ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ৮৬ রান করতে পারে সিকিম। বারোদার জয় নিশ্চিত হয় ২৬৩ রানের বিশাল ব্যবধানে।